অবশেষে সমালোচকদের বিরুদ্ধে নিজের নীরাবতা ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদো। nn"আমার সম্পর্কে একদিন কথা না বলে থাকতে পারাটা অসম্ভব। এছাড়া সাংবাদিকরা নিজেদের ইনকাম করতে পারবেনা। তারা জানে যে তারা আমার সম্পর্কে মিথ্যা না বললে মানুষকে আকর্ষণ করতে পারবেনা। এভাবে চলতে থাকুক, তোমরা অবশ্যই একদিন সত্যি খবর পেয়ে যাবে।"nn........ Cristiano Ronaldo 🐐❤️
About :
Description:
king Ronaldo
Contact:
Other Information
Categories:
InterestFeatured Articles:
All time top scorers now ; 🇵🇹🇵🇹nn.....HE IS THE HIRO......n😘CR7😘
Watching and thinking about the best player of all time.
টটেনহামের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর আউটসাইড বক্স থেকে করা গোলটি প্রিমিয়ারলীগের 'গোল অফ দ্যা সিজনের' জন্য মনোনীত হয়েছে।
👕 ইউরোপের শীর্ষ তিন লীগ মিলে সবচেয়ে বেশি প্লেয়ার অব দ্যা মান্থ জয়ী ফুটবলার - nn🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ১১ বার (রেকর্ড, লা-লীগায় ৩ বার, সেরি'আয় ২ বার, প্রিমিয়ার লীগে ৬ বার) n🇦🇷 লিওনেল মেসি - ৮ বার (লা-লীগায় ৮ বার) n🇦🇷 সার্জিও আগুয়েরো - ৭ বার (প্রিমিয়ার লীগ ৭ বার) n🏴 হ্যারি কেইন - ৭ বার (প্রিমিয়ার লীগে ৭ বার) n🇺🇾 লুইজ সুয়ারেজ - ৬ বার (প্রিমিয়ার লীগে ২ বার, লা-লীগায় ৪ বার) n🇨🇵 গ্রীজম্যান - ৬ বার (লা-লীগায় ৬ বার) n🏴 জেরার্ড - ৬ বার (প্রিমিয়ার লীগে ৬ বার)nn© Hattricknnভিন্ন ভিন্ন লীগে খেলেছে এমন ভাবে হিসেব করলেও সবখানেই রোনালদো নিজের নাম স্বর্নাক্ষরে লিখিত করেছে। এমন খেলোয়াড় একদমই বিরল, যে ভিন্ন ভিন্ন লীগে গিয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মনে হয়েছে যেনো দীর্ঘদিন যাবত এখানেই খেলছে। এখানেও রোনালদো বাকিদের থেকে নিজেকে আলাদা করেছে।
৪ বছর আগে বলেছিলো এটা। ৪ পর বছর আজকে আবার বললেন, 'I am not finished.' সত্যিকথা বলতে ৩৭ বছর বয়সে প্রিমিয়ার লিগে খেলে, এতো চাপ নিয়ে থেকেও I am not finished বলতে হ্যাডম লাগে।
No player has a record like Cristiano Ronaldo 🐐
২০১৮ এর চাঁদরাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিক দেখেছি। nn২০১৯ এর চাঁদরাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিক দেখেছি।nn২০২০ এবং ২০২১ চাঁদরাতে রোনালদোর কোন খেলা ছিলনা।nnতাহলে কি আজকের চাঁদরাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর আরেকটি ক্ল্যাসিক হ্যাট্রিক দেখতে যাচ্ছি আমরা?
রিয়াল মাদ্রিদ এই গ্রীষ্মে ক্রিশ্চিয়ানো রোনালদো কে দলে ভেড়াতে আগ্রহী। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তারা সমঝোতা করতে প্রস্তুত। রোনালদোকে রিয়াল মাদ্রিদে অবসরের সুযোগ করে দিতে ১ বছরের চুক্তি অফার করবে বোর্ড।nnসুত্র: The Guardian, The Mirror