৬ লাখ ডলার গাজার শিশুদের দেবেন ওজিলnnকালের কণ্ঠ অনলাইনnnশেয়ার - মন্তব্য (2) - প্রিন্টnnঅঅ-অ+nnজার্মানি এবং আর্সেনালের তারকা খেলোয়াড় মেসুত ওজিল বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তা গাজার শিশুদের দিয়ে সাহায্য করবেন। এমনটাই জানিয়েছে বেশকয়েকটি সংবাদ মাধ্যম। জানা গিয়েছে, মেসুত ওজিল ৬ লাখ ডলার গাজার শিশুদের সাহায্যার্থে প্রদান করবেন।nnবিশ্বকাপ শিরোপা জয় করায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেওয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেওয়া হয়। সেই অর্থ গাজার শিশুদের দিবেন বলে জানান ওজিল।nnতুর্কি বংশদ্ভূত ওজিল ফাইনালের আগে কোরআন তেলাওয়াত করে মাঠে নামেন। এর আগে রোজার মাসে রোজা রেখে তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামতেন বলে জানা গেছে। এছাড়াও ইসরাইলকে সমর্থন দেওয়ার কারণে ফিফা কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক করেননি এই মুসলিম ফুটবল তারকা।nnউল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়। সূত্র-আইবিএম, মিডলিস্ট মনিটর
About :
Other Information
Categories:
Amateur Sports TeamWebsite:
http://www.realmadrid.comFeatured Articles:
Brazil & germany
নেইমার চক্রান্তের শিকার : স্কোলারিnnকালের কণ্ঠ অনলাইনnnশেয়ার - মন্তব্য (6) - প্রিন্টnnঅঅ-অ+nnকিছুদিন ধরে আশঙ্কাটা প্রকাশ করছিলেন লুইস ফেলিপে স্কোলারি। আক্রমণের লক্ষ্য করা হচ্ছে তাঁর দলের প্রধান অস্ত্র নেইমারকে। সেই আশঙ্কাটা অক্ষরে অক্ষরে ফলে গেল বলে মনে করছেন ব্রাজিলের কোচ ৷ স্কোলারি বলেছেন, ‘ তিন ম্যাচ ধরে আমি একই কথা বলছি। আক্রমণের শিকার হচ্ছে নেইমার। কিন্তু অন্য দেশগুলো বলছিল, এটা সত্যি নয়।’nমাঝ মাঠে নেইমারের কাছ থেকে বলের দখল নিতে লাফিয়ে উঠেছিলেন জুনিগা। কলাম্বিয়ার এই ডিফেন্ডারের হাঁটুর আঘাতে ৮৮ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় নেইমারকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে পিঠের হাড় ভেঙে গেছে ব্রাজিলের সুপারস্টারের ৷ সেইসঙ্গে বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন নেইমার ৷তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্কোলারি। এই আঘাতের পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন ব্রাজিলিয়ান কোচ। চিলির বিপক্ষের ম্যাচে বেশ কয়েকবার ফাউলের শিকার হন নেইমার। হ্যামস্ট্রিংয়ে চোট পান, ঊরু ফুলে যায়। হাঁটুর ব্যথা তো ছিলই। নেইমারের শরীরের বিভিন্ন জায়গায় ছিল চিলিয়ানদের ‘মারধরের’ চিহ্ন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। সেই সংশয় দূর করে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ফল হলো উল্টো। বিশ্বকাপটাই শেষ হয়ে গেল ব্রাজিলীয় ফরোয়ার্ডের। দলের প্রাণভোমরার অভাবটা পূরণ করা যে মোটেও সহজ হবে না, অভিজ্ঞ স্কোলারি সেটা খুব ভালোভাবেই জানেন। তাই চক্রান্তের তোপ দেগেছেন এবার ৷ যদিও ফিফা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।nn- See more at: http://www.kalerkantho.com/online/sports/2014/07/05/103752#sthash.yRE9Jdub.Hv4QtTuI.dpuf