শুভ জন্মদিন,,শুভ জন্মদিন..শুভ জন্মদিন..শুভ জন্মদিনn১৯৮৭ সালের ২৪ শে জুন পৃথিবীতে জন্ম হয় এক রাজপুত্রের।nযার জন্মের কারনে পাল্টিয়ে যায় গোটা ফুটবল ইতিহাস!nসরিরে গ্রোথ হরমোন ধরা পড়ার পর দাদিকে বলেছিলেন দাদি আমি কি আর ফূটবল খেলতে পারবোnনাহ,তারপর থেকে সেই যে সুরু হয়েছে, দুনিয়া আজ তার জাদুকরি পায়ের ছোয়ায় ফুটবলিয় জাদুতে মোহিত হয়ে আছে।nযার পদার্পণে ফুটবল মারাডোনা-পেলের যুগ থেকে বেরিয়ে এসে ব্যাস্ত হয় মেসি বন্দনায় !nযার কারনে আমরা ফুটবলকে এতো ভালোবাসতে শিখেছি,nযার কারনে ফুটবল টা আজ এত সুন্দর লাগে,nযার কারনে ফুটবল টা আজ পৃথিবীতে এতটা জনপ্রিয়,nযার খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকি,nআজ সেই কিং অফ কিং দ্যা লিওনেল মেসির ৩০ তম জন্মদিনnশুভ জন্মদিন ।n"দ্যা এলিয়েন"nআজকের দিনে তোমার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা।nযেভাবে ১১ টি বছর ফুটবলকে নিজের যাদুতে মাতিয়ে রেখেছো,দোয়া করি যতোদিন ফুটবল খেলবে,এভাবেই তোমার ফুটবলীয় যাদুতেnসবাইকে মোহিত করে দিবে।nতোমার দীর্ঘায়ু কামনা করি।।nলাভ ইউ বস---nলাভ ইউ, লাভ ইউ,লাভ ইউ---
Other Information
Featured Articles:
ম্যারাডোনার এই কথা টাই জেনো সত্যি হয়।nআর্জেন্টাইন + আর্জেন্টিনা ফ্যানস রা সবাই এটাই চায়।মেসিকে একাই জাতে এই আর্জেন্টিনা কে টানতে না হয়।টিম হিসেবে খেললে এমনিতে হয়ে যাবে।nসাথে কিং মেসি নিজের কাজটা এমনি করে দিবে, কারন মেসি তার কাজ টা ভাল করেই জানে মাঠে তাকে কি করতে হবে।n#ভামোস_আর্জেন্টিনা
আর মাত্র একদিনnকিং মেসির জন্ম দিনnআসিতেছে শুভ দিন..........n২৪ জুন অর্থাৎnআগামীকাল এমন একজন মহাপুরুষের জন্মদিনn-nযার জন্ম না হলে হয়তো ফুটবল খেলা এত জনপ্রিয় হতোনাn-nযার জন্ম না হলে ফুটবল পেতোনা এত শৈল্পিক রুপ।n-nযার জন্ম না হলে হতো না এত এত নতুন রেকর্ড।n-nতিনি আর কেউ নন।nতিনি ফুটবল কিং।nতিনি রেকর্ডের বরপুত্র।nতিনি সর্বকালের সেরা।nতিনি আমাদের প্রাণপ্রিয় লিও মেসি....n#ভিভা_কিং_লিওn#লাভ_ইউ_লেজেন্ড
আমার মতে মেসির বলা উচিত যে সেও ফিট না খেলার জন্য।nফাইনাল সামনে আর এখন সবাই চিৎ হয়ে পড়ছে। নিত্য নতুন এক একজন ইঞ্জুরিতে পড়ছে।nআর ফাইনাল হারলে সব দোষ হবে একা মেসির। মেসি খেলা পারেনা, মেসি দেশের হয়ে কিছু পারেনা। ব্লা, ব্লা, ব্লা।nকেউ কেউ ইঞ্জুরির নাটক করছে আমি সিউর। ডি মারিয়া তো বটেই।