Lionel Andres Messi The Name That Conquered The World Of Football In Every Aspects ❤️💯 nnFootball Analysts, Coaches , Players , Legends Everybody Admires The Magician From Argentina 🇦🇷💙nnHappy 35 Leo Messi Wish You A Great Year Ahead 👑✨
About :
Other Information
Categories:
Fan PageFeatured Articles:
সেই প্রস্ফুটিত সৌন্দর্য এর জন্মদিন " যিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে আর্জেন্টিনা কর্মচারীর স্যালারী ক্লিয়ার করেছিলেন।"nnসেই বৃহৎ কলিজার জন্মদিন " যে নিজের দেশে ঘৃণিত হওয়ার পরেও প্রতিটি নিন্দুকের মুখে সত্য বলতে বাধ্য করেছিল। "nnসেই স্নিগ্ধ হৃদয়ের জন্মদিন " যে কখনো ক্যান্সার আক্রান্ত শিশু দের জন্যে নিজের সবকিছু বিলিয়ে দেয় তো কখনো মহামারী এলে নিজের রেস্তোরাঁ সাধারণের জন্য বিনামূল্যে খুলে দেয়। "nnআজ সেই আইনস্টাইনের জন্মদিন " যে নিজের ফর্মুলায় ফ্রকিক স্কোর করে। "nnআজ সেই নিউটনের জন্মদিন " যে নিজের অবিশ্বাস্য সূত্র দিয়ে একের পর এক ডিফেন্স ছিঁড়ে এ্যাসিস্ট করে। "nnআজ সেই জীবন্ত গ্যালিলিওর জন্মদিন " যে দূরবীক্ষণ ছাড়ায় ডিফেন্সের ভিড়ে নিখুঁত পাস করতে নিজের টিমমেট কে খোঁজে। "nnসেই টমাস আলভা এডিসনের জন্মদিন " যে জায়গায় দাঁড়িয়ে ম্যাচের রং পরিবর্তন করে আলোকিত করে। "nnআজ সেই আলেকজান্ডার এর জন্মদিন " যে শরীরের নির্গত প্রতিটা ঘামের বিন্দু দিয়ে একের পর এক অদম্য ড্রিবলিং করে। "nnএক সেই রোমিওর জন্মদিন " যাকে আমি দেখেছি নিখুঁত ভাবে তার জুলিয়েট কে ভালোবাসতে। "nnআজ সেই পরিশ্রমী বাবার জন্মদিন " যার কাছে তার ছেলেরা সব কিছু। " nnআজ সেই কালীদাসের জন্মদিন " যার ফুটবল মাঠে ঐতিহাসিক রচনা হয়তো কখনো শেষ হবে না।"nnসেই বিখ্যাতের জন্মদিন " যাকে নিখুঁত রেকর্ড গুলোর আগে একজন নিখুঁত মানুষ হিসেবে বিবেচনা করা হয়। "nnসেই মহারাজের জন্মদিন " যাকে ভালোবাসতে তার একটা হাসি যথেষ্ঠ বলে মনে করা হয়। "nnসেই সিংহের জন্মদিন " যাকে অনুসরণ করে নাম রাখার প্রবণতায় আর্জেন্টিনার মতো একটা দেশের সরকার কে বিল পাশ করে এক নাম সব বাচ্চার রাখা যাবে না বলে মিনতি করতে হয়। "nnসেই প্রিয়তম এর জন্মদিন " যাকে সেরা বললে সে নিজেকে সেরা না বলে গোটা দলের কৃতিত্ব এগিয়ে দেয়। "nnসেই ভালোলাগার জন্মদিন " যাকে আমি আমার স্কুলের ম্যাক্সিমাম বেঞ্চে কম্পাস দিয়ে খোদাই করে রেখেছিলাম। "nnসেই সুদর্শন এর জন্মদিন " যার হাসি মুখ দিয়ে ঘরের দেয়াল গুলো সাজিয়ে ফেলেছিলাম।"nnসেই খুশির জন্মদিন "যার জন্যে আমি পেপার কিনতে শিখেছিলাম। "nnআজ সেই মেডিসিনের জন্মদিন " যাকে কোনো ফার্মেসী তে পাওয়া যায় না কিন্তু ঠিক মন খারাপে আমার প্রতি সপ্তাহে ফিরে আসে। "nnআজ সেই এ্যান্টিবায়োটিক এর জন্মদিন " যাকে রাত জেগে নিতে নিতে এক অদ্ভুত লড়াকু শক্তির গতি এনে দেয়। "nnসেই লড়াই এর জন্মদিন আজ " বিশ্বকাপ এলে নিজের জমানো টাকা দিয়ে ফ্লেক্স বানিয়ে গোটা পাড়া সাজিয়ে দিয়েছিলাম। "nnসেই মায়ার জন্মদিন " যাকে দেখে নম্রতা, ভদ্রতা, এবং মাঠেই জবাব দিতে শিখেছিলাম। "nnসেই বিদ্রোহের জন্মদিন " যাকে বছরের পর বছর হারতে হারতে ও আমি আজ জিততে দেখেছি। "nnআজ সেই ত্রাতার জন্মদিন " যাকে কখনো বার্সেলোনা, কখনো আর্জেন্টিনা, কখনো হাসপাতাল, কখনো নিজের পরিবার, কখনো ভক্তের জন্যে লড়াই তো কখনো শিশুর মুখে হাসি। nশুধু দিয়ে যেতে দেখলাম। "nnআজ সেই সুপার হিরোর জন্মদিন " যার হইতো আচমকা উড়ে গিয়ে ম্যাজিক করার ক্ষমতা নেই কিন্তু দরকারে দু মুঠো ভাত অসহায়ের মুখে তুলে দিতে পারে। মাঠের ম্যাজিক স্কিল গুলোর মতো ছোট দের মাথায় হাত বুলিয়ে বলে যেতে পারে আমি সর্বদা তোমার পাশে। "nnআজ সেই গ্ল্যাডিয়েটর এর জন্মদিন " যাকে ভাঙতে ভাঙতে কান্না করতে করতে ও মুচড়ে যেতে দেখি নি। " nnআজ সেই স্রোতের জন্মদিন " যার জন্যে গোটা একটা ভাঙ্গা দল বদলে স্লোগান দেয় আমরা এবার মেসির জন্যে লড়বো। "nnআজ সেই কাপ্তান এর জন্মদিন " যার জন্যে টিমমেট যুদ্ধে অব্দি যেতে পারে। "nnআজ সেই স্রোতের জন্মদিন " যার জন্যে একটা ক্লাবের গোটা ম্যানেজম্যান্টের খুঁটি নড়ে যেতে পারে। "nnআজ সেই গভীরতার জন্মদিন " যাকে কোনো দিন অন্তত ট্রফি দিয়ে মাপি নি। "nnআজ সেই উদারতার জন্মদিন " যাকে কখনো কোনো বিদ্রুপ মন্তব্যে খুঁজে পাই নি। "nnআজ সেই গর্বের জন্মদিন " যাকে আমি সর্বদা সাধারণ ভাবে বাঁচতে দেখেছি। "nnআজ সেই মুগ্ধতার জন্মদিন " যার খারাপ সময়ের দ্বিগুণ ভালোবেসেছি হাজার সমালোচনায় , শ্রদ্ধা, ভক্তি ও আরাধনায় এতটুকু ফাঁক পরে নি। "nnআজ সেই উপন্যাসের জন্মদিন " যাকে আমি শুধু আজ নয় প্রতিটা দিন কিছুনা কিছু লিখে পৃষ্ঠায় জুড়ে দি। "nnআজ সেই মহাকাব্যিকের জন্মদিন " যাকে আমি দূর থেকে কলম দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। "nnআজ সেই ভূমিকার জন্মদিন " যার সূচনা শুধুই আছে উপসংহার নেই। "nnআজ সেই হাসি টার জন্মদিন " যার চোখে আর সেই পুরনো পানি নেই, নেই লেপ্টে থাকা নোনা দাগ। "nআজ সেই ধুঁকতে ধুঁকতে ও না মরার প্রতিজ্ঞা নেওয়া উন্মাদ ঝাঁঝালো আয়রন ম্যান এর জন্মদিন। nnআজ সেই ছোটবেলার প্রথম ভালোবাসার লম্বা চুলের নাম না জানা দিন গুলোর হিরোর জন্মদিন। nnআজ জন্মদিন.... n" ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল আন্দ্রেস মেসির।" ❤️
If the Ballon D'or was given for most goals + assistsn2021: Lewa 74n2020: Lewa 61n2019: Messi 68n2018: Messi 77n2017: Messi 70n2016: Messi 90n2015: Messi 78n2014: CR7 81n2013: CR7 84n2012: Messi 113n2011: Messi 95n2010: Messi 77n2009: Messi 56n2008: CR7 47nLeo: 9nCR7: 3nLewa: 2
Congratulations Ballon d’Or winner 2021 Leo Messi ❤️🔥nAs the first and only player in history to win the Ballon d'Or maximum of 7th times 🤟👑⚽💙🇦🇷💪nnGreatest of all time 🐐nnBest player in The world king of football history LM10 ❤️🇦🇷
Hardship brings ease so don’t think the struggle won’t be worth it. It will be ok and so will you :)
Argentina scored 10 goals at Copa América:nn➤ Messi goal from free-kick.n➤ Guido Rodríguez goal, assist from Lionel Messi.n➤ Papu Gómez goal, created by Lionel Messi.n➤ Papu Gómez goal, assist from Lionel Messi.n➤ Lionel Messi goal.n➤ Lionel Messi goal.n➤ Lautaro Martínez goal, created by Lionel Messi.n➤ Rodrigo de Paul goal, assist from Lionel Messi.n➤ Lautaro Martínez goal, assist from Lionel Messi. n➤ Messi goal from free-kick. nnCarrying his team as much as he can. 👏😍
Happy birthday to Lionel Messi who turns 34 today. n👕 778 matches n🇦🇷 147 caps n⚽ 745 goalsn🇦310 assists n🏆 4 UEFA Champions Leaguen🏆 10 La Ligan🏆 7 Copa del Reyn🏆 7 Spanish Super Cupn🏆 3 UEFA Super Cupn🏆 3 FIFA Club World Cup n🥇 1 Olympic Gold Medal n🏅 6 Ballon d'Orn🏅 6 European Golden Shoen🏅 8 Pichichi Trophyn🏅 1 FIFA World Cup Golden Balln🏅 4 IFFHS World's Best Playmakern🏅 12 Argentine Footballer of the Yearn🏅 1 Laureus World Sportsman of the Year n🎖️ 14 FIFA FIFPro World11n🎖️ 7 UEFA Champions Leaguen🎖️ 12 UEFA Team of the Yearn🎖️ 1 FIFA World Cup Dream Teamn🎖️ 4 Copa América Dream Teamn🎖️ UEFA Ultimate Team of the Yearn🎖️ Argentina National Football Team of All Timen🎖️ Ballon d'Or Dream Team n•Most FIFA World Player of the Year/•Ballon d'Or: 6n•Most European Golden Shoe awards: 6n•Most IFFHS World's Best Playmaker awards: 4 n •Barcelona all-time top goalscorer: 672n •Argentina all-time top goalscorer: 73
Messi wins his 8th Pichichi Award (The top goalscorer in La Liga)n🏆09/10 - 34 Goalsn🏆11/12 - 50 Goalsn🏆12/13 - 46 Goalsn🏆16/17 - 37 Goalsn🏆17/18 - 34 Goalsn🏆18/19 - 36 Goalsn🏆19/20 - 25 Goalsn🏆20/21 - 30 GoalsnCongratulations
On this day in 2007, Lionel Messi scored his first career hat-trick for Barcelona against Real Madrid in El Clasico 🎩n14 years later, he has 53 more 🤯