"২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফল। আমরা অপরাধীকে চিহ্নিত করেছি । মূল আসামি জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।"nn১১ জানুয়ারি ২০০৫nজাতীয় সংসদে খালেদা জিয়াnn#২১আগস্ট #গ্রেনেডহামলা #21August #BNPJamaat #DarkAugust #খালেদা_জিয়া #KhaledaZia
About :
Contact:
Other Information
Categories:
Fan PageWebsite:
http://bsl.org.bd/Featured Articles:
২১ আগস্ট গ্রেনেড হামলাঃ একটি হাওয়া ভবন ষড়যন্ত্রn------------------------------------------------------------- nn১৪ আগস্ট ২০০৪ - হাওয়া ভবনে বৈঠকঃ nউপস্থিত ছিল তারেক রহমানnবিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরnবঙ্গবন্ধুর খুনি মেজর নূরnজামায়াতে ইসলামের সাধারন সম্পাদক আলী আহসান মুজাহিদnখালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীnবিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুnহরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, তাজউদ্দীনnn- আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেয় তারেক রহমানn- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করবে, তারেকের নিশ্চয়তা।nn১৬ আগস্টঃ nমিন্টু রোডে বাবরের বাসায় বৈঠকn- পুর্নাঙ্গ পরিকল্পনা তৈরি, আক্রমনের সিদ্ধান্ত গ্রহণnn১৮ আগস্টঃ nআবদুস সালাম পিন্টুর বাসায় বৈঠকn- পিন্টুর ভাই তাজউদ্দীন, খালেদা জিয়ার ভাগ্নে ডিউকও এই বৈঠকে উপস্থিত ছিলn-হরকাতুল জিহাদের কাছে ১২টি আর্জেস গ্রেনেড হস্তান্তর করে বাবরnn২১ আগস্টঃ n- বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় হরকাতুল জিহাদের গ্রেনেড হামলাn- দলের ২৬ জন নেতা-কর্মী নিহত হনn- পুলিশের সহায়তায় পালিয়ে যায় হামলাকারীরাn- আহতদের হাসপাতালে নিতে বাধা দেয় পুলিশn- ঘটনাস্থলে সকল প্রমাণ নিশ্চিহ্ন করতে পানি ছোড়া শুরু করে পুলিশnnঅতঃপর আব্দুস সালাম পিন্টুর ভাই, হামলার মূল হোতা তাজউদ্দীনকে গোয়েন্দা সংস্থার সহায়তায় পাকিস্তান পাঠিয়ে দেয় তারেক রহমান ও খালেদা জিয়ার ভাগ্নে ডিউক।nn#২১আগস্ট #গ্রেনেডহামলা #21August #BNPJamaat #DarkAugustn#HawaBhaban #তারেকজিয়া #তারেকরহমান
আজকের কুইজ: n৫/৫ বার জন্মেছেন কিন্তু একবারও মরেননি - বলতে হবে তিনি কে?
এখন বিশ্ব চলে মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায়। অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের মান শক্তিশালী হওয়ায় যেসব দেশ জ্বালানি তেল, খাদ্য ও ভোগ্যপণ্য এবং ধাতব পণ্য রফতানি করে, তাদের পণ্যের দাম ও রফতানির মাত্রা বৃদ্ধি পেয়েছে।গত দুই মাসে ডলারের বিপরীতে টাকার মান ৮৬.৫০ থেকে ১০২.০০-এ নেমেছে। অর্থাৎ টাকার মানের ১৫.৫০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। যদিও দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, ডলারের বিপরীতে জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড ও ইউরো, সুইস ফ্রাঁ, চীনের ইউয়ানেরও অবমূল্যায়ন ঘটেছে।নিছক রাজনৈতিক বিরোধপ্রবণতা ও দীর্ঘদিনের অভ্যাস এবং চর্চা থেকে বিএনপি দলীয় রাজনীতিকদের দেখা যাচ্ছে টিভি টকশো ও জনসভায় বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনীতি করতে, তির্যক মন্তব্য করতে। এ-যেন বাজারে আগুন লাগলে একশ্রেণির মানুষের জন্য আলুপোড়া খাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ার মতো ঘটনা। কিন্তু তারা একটি বিষয়কে হয়তো অনুভব করতে পারছেন না অথবা পারলেও শুধু রাজনৈতিক প্রতিহিংসাবশত স্বীকার করছেন না। বিষয়টি হচ্ছে, অর্জনের জায়গায় আমাদের রেটিং অনেক ওপরে। প্রাসঙ্গিক কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে সত্য। আমদানির খরচ প্রদান করলে কিছুদিনের জন্য রিজার্ভ কমে গেলেও অব্যাহত রেমিট্যান্স আয় ও রপ্তানি আয়ের কারনে সেটি আবার নিরাপদ অবস্থানে ফেরত আসে। মাসভিত্তিক হিসাব পর্যবেক্ষন করলেই তা বুঝতে পারা যায়।nnকানাডাভিত্তিক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের মতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ভিত্তিতে বিশ্বের ১৯১টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৪১তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু ভারত। এ ক্ষেত্রে আমাদের চেয়ে পিছিয়ে আছে ইউরোপের বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ। গ্লোবাল ইকোনমিক ইনডেক্স বলছে, নিউজিল্যান্ড, বেলজিয়ামের মতো অনেক উন্নত দেশের চেয়েও আমাদের রিজার্ভ বেশি। কিন্তু অনেক অর্জনের মধ্যেও নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাক্রমশালী তো আমরা নই। সুতরাং যখন আমরা পৃথিবীর আর দশটা দেশের ওপর নির্ভরশীল, তখন এই বৈশ্বিক সংঘাত ও সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে কৃচ্ছ্রসাধনের পরামর্শ খুবই প্রাসঙ্গিক ও মঙ্গলজনক। এই নীতির সঙ্গে সংহতি প্রকাশ না করে বিরোধিতামূলক তির্যক মন্তব্য ও হাস্যরস করা দেশদ্রোহিতার শামিল। কেননা, বিএনপির ওই নেতারা দেশের সার্বিক মঙ্গলের কথা ভাবছেন না, তারা ভাবছেন কীভাবে ধোঁয়াশা তৈরি করে ক্ষমতা দখল করা যায়।nnকরোনাকালে সংকটে বাংলাদেশে লাখ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংস্থাগুলো। সংকট উত্তরণে দৃঢ়চেতা মনোভাব ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আশঙ্কা ভুল প্রমাণ করেছেন। আন্তর্জাতিক মহলে হয়েছেন ব্যাপক প্রশংসিত। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনে ২০২০ সালে প্রকাশিত ‘লিডারশিপ স্ট্র্যাটেজি’ শিরোনামে করোনা মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কয়েকজন বিশ্বনেতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও করোনাকালে তার ভূমিকার প্রশংসা করেছে। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড শেখ হাসিনাকে বিশ্বের শীর্ষ তিনজন অনুপ্রেরণা প্রদানকারী নারী নেত্রীর একজন হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তার নেতৃত্বে সংকট কাটিয়ে অদম্য গতিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।n#FuelCrisis #EnergyCrisis #Bangladesh #RussiaUkraineConflict
লোডশেডিং বন্ধ হবে, কমবে তেলের দামও। এই সরকার জনবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার। এটা লুটপাট করা বিএনপি জামাত জোট সরকার না - বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদn#reels #reelsfb #viral #trending #জ্বালানি #মূল্যবৃদ্ধি #বাংলাদেশ
দেশের মানুষের ভালো অবস্থা ও দেশের উন্নয়ন চায় না বিএনপিঃnnমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছেন, দেশের মানুষ ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, এটা চায় না বলেই বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলন করতে চায়। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে এই দলগুলোর কোন কর্মসূচি নেই।nnআসলেই মাননীয় প্রধানমন্ত্রী ঠিক বলেছেন।বাংলাদেশ জনগণ ভালো থাকুক এটিই বিএনপি চায় না।যার ফলে দেশের প্রতিটা সংকটে বিএনপি জনগণের পাশে না দাড়িয়ে রাস্তায় সরকার পতনের বিক্ষোভ এর নাটক করে,এবং গণমাধ্যমে সরকার পতনের কথা বলে।রাজনীতি মানে অধিকাংশ মানুষ বুঝে জনগণের সেবা করা।এবং জনগণ এর চাহিদাগুলো সঠিক নেতৃত্বে পূরণ করা।কিন্তু তার বিপরীতে বিএনপির অবস্থান।দেশ যখন উন্নয়ন এর দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।nnবাংলাদেশকে শ্রীলংকা বানাতে অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। বারবার তোতাপাখির মতো একটি বুলিই আওড়ে যাচ্ছে তারা। সাধারন মানুষের মনে অকারনে ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত তারা। বিএনপি’র নেতাদের কথা শুনলে মনে শ্রীলংকার মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারাই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দল জনগণের কথা চিন্তা করে না।nnবিএনপি বারবার প্রমাণ করেছে তারা দেশের জনগণের জন্য নয়, রাজনীতি করে ক্ষমতার লোভে। তারা অতীতে যে অপকর্ম করেছে তা দেশবাসী ভোলেনি। ভুলবেও না কোনোদিন। যারা ক্ষমতার লোভে দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে পারে তারা কোনোদিন দেশ ও দশের ভালো চায় না। এটা জনগণ জানে। তাই বিএনপি-জামায়াতকে বয়কট করেছে দেশের মানুষ।n#FuelCrisis #EnergyCrisis #BNP #Violence #Propaganda #Bangladesh
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে nডকুড্রামা Hasina A Daughter's Tale দেখা যাবে বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলে। nসপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর বিদেশে থাকায় বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা কি দুঃসহ জীবনযাপন করেছেন, কতো কষ্ট করে শেখ হাসিনা আওয়ামী লীগকে সংগঠিত করেছেন - সেই গল্প শুনতে পাবেন জাতির পিতার দুই কন্যার মুখেই। nnটিভিতে দেখুন হাসিনা এ ডাটার্স টেল - ডকুড্রামাটি n১৪ আগস্ট nATN News এ রাত ৯ টা ৩০ মিনিটে nn১৫ আগস্ট n- দীপ্ত টিভি সকাল ৯ টা n- একুশে টিভি সকাল ৯ টা ৩০ মিনিট n- দুরন্ত টিভি বিকাল ৩ টা n- বাংলাদেশ টেলিভিশন বিকাল ৩ টা ৩০ মিনিট n- বাংলা টিভি সন্ধ্যা ৬ টা n- মাছরাঙ্গা টিভি সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট n- বিজয় টিভি রাত ৯ টা n- সময় টিভি রাত ১০ টা n- News 24 রাত ১২ টা ৩০ মিনিট nn#শেখহাসিনা #শেখরেহানা #HasinaADaughtersTale #HADT #CRI #Bangabandhu #BangabandhuKilling #August1975 #15August
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করতে পারে।n- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাnn#বাংলাদেশ #আওয়ামীলীগ #অকটেন #পেট্রোল #ডিজেল #মূল্যসমন্বয় #শেখহাসিনা