ট্রান্সফার আপডেট:-nপাওলো দিবালার রিপ্লেস খুঁজতে ফ্রেশ ট্যালেন্ট লিভারপুল মিডফিল্ডার এমরি ক্যানের জন্যে বিড করবে জুভেন্টাস।nnদিবালার বিনিময়ে প্রাপ্ত অর্থে অন্তত ২ জন সাইন করাতে ইচ্ছুক তুরিনের বুড়িদের বস এলেগ্রি।nnএদিকে দিবালার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে এফসি বার্সোলোনা।n১২০+- এ ডিল হতে পারে বলে রিউমার আছে।nnসুত্র: B/R
About :
Contact:
Other Information
Categories:
AthleteFeatured Articles:
দুজন দুজনের তীব্রতম প্রতিদ্বন্দ্বী। তা তাঁরা স্বীকার করুন আর না-ই করুন। তবে দুজনেরই আছে দুজনার প্রতি সমীহ-সম্মান। কিন্তু এ তো প্রকাশ্যে। গোপনে কি একে অন্যের প্রতি তীব্র বিরাগ পোষণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। অন্দরমহলের খবর বের করা কঠিন। তবে স্প্যানিশ ফুটবলের অলিগলি যাঁর চেনা, সেই গুইলেম বালেগ এবার বিস্ফোরক তথ্য এনে হাজির করলেন। নতুন লেখা একটি বইয়ে খ্যাতনামা এই ক্রীড়া সাংবাদিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে রোনালদো নাকি মেসিকে খুবই অশ্লীল একটা ভাষায় সম্বোধন করেন। এ রীতিমতো ছাপার অযোগ্য মাকে সম্বোধন করে দেওয়া পৃথিবীর অশ্লীলতম গালি!nতিনি যে মেসিকে গোনার মধ্যে ধরেন না, সেটাই নাকি রিয়ালের ড্রেসিংরুমে সতীর্থদের বোঝাতে গিয়ে এই কাজটা করেন রোনালদো; যাতে করে তাঁর পুরুষকার প্রকাশিত হয় বলে তিনি মনে করেন। বালেগ লিখেছেন, ‘সম্ভবত আরও অনেক ফুটবলারের মতো রোনালদোও অপরিণতবোধ থেকেই মনে করে, মেসির ব্যাপারে সতীর্থদের সামনে সব সময় সাহসী মনোভাব দেখাতে হবে, মেসিকে ভয় পেলে চলবে না, এভাবেই চ্যালেঞ্জটার মুখোমুখি হতে হবে। সবই ভীষণ রকমের পৌরুষের প্রদর্শন, সবই বানোয়াট। এবং এ কারণেই, কিছু কিছু রিয়াল খেলোয়াড়ের দেওয়া তথ্যমতে, সিআরসেভেন মেসির ডাকনাম দিয়েছে...(মাকে সম্বোধন করা সেই অশ্লীল গালি)।’nরিয়ালের ড্রেসিরুমে আরও নানাভাবেই মেসিকে অপমান করা হয়। সেটাও উল্লেখ করেছেন বালেগ, ‘রিয়ালের খেলোয়াড়েরা কৌতুক করে মেসিকে রোনালদোর কুকুর বা পাপেট কিংবা রোনালদোর হাতব্যাগে রাখা আর সব সামগ্রীর সঙ্গে তুলনা করে। যেটা আরও খারাপ।’nবালেগের সঙ্গে রোনালদোসহ স্পেনের বড় বড় ক্রীড়া তারকার সম্পর্ক অনেক গভীর। বড় ক্লাবগুলোর একেবারে ভেতরে তাঁর বিশ্বস্ত সূত্র হিসেবে কাজ করেন অনেক খেলোয়াড়। কারণে প্রায়ই বিস্ফোরক সব খবর হাজির করেন তিনি। কিন্তু এবার যে খবর তিনি নিয়ে এলেন, সেটার জন্য যেন প্রস্তুত ছিল না কেউই। পৃথিবীর অশ্লীলতম গালি দিয়ে রোনালদো মেসিকে সম্বোধন করেন! সূত্র: আইরিশ ইনডিপেনডেন্ট ও স্পোর্ত
দানীং সময়টা একটু খারাপ যাচ্ছে লিওনেল মেসির। মাঠের পারফরম্যান্সে বারবারই পিছিয়ে পড়ছেন ‘প্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে। কেবল মাঠের লড়াই কেন, বাণিজ্যিক-মূল্যেও মেসিকে অনেকটাই পেছনে ফেলেছেন এই পর্তুগিজ। কিন্তু কাল রাতে অন্তত একটি জায়গায় রোনালদোকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে তিনি শীর্ষ অবস্থানেই। কাল আয়াক্সের বিপক্ষে বার্সেলোনার জয়ে জোড়া গোল মেসিকে ব্রাকেটবন্দী করেছে সাবেক এই স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেসের সঙ্গে।nরোনালদো অবশ্য খুব একটা পিছিয়ে নেই মেসির চেয়ে। ব্যবধানটা মাত্র এক গোলের। কিন্তু একটি জায়গায় রোনালদোকে বেশ বড় ব্যবধানেই পেছনে ফেলেছেন মেসি। আজ হোক কাল হোক, রোনালদো হয়তো ছাপিয়ে যাবেন মেসিকে, কিন্তু মাত্র ৯০ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগে ৭১ গোল করা মেসিকে এই একটি জায়গায় কোনো দিনই হারাতে পারবেন না ইতিমধ্যে ১০৭ ম্যাচ খেলে ফেলা রোনালদো। ১০৭ ম্যাচে এখন পর্যন্ত রোনালদোর গোল ৭০টি।nমেসি বিপুল ব্যবধানে পরাভূত করেছেন রাউলকেও। যে রেকর্ডটি নিজের করে নিতে রাউলকে খেলতে হয়েছিল ১৪২টি ম্যাচ, সেই রেকর্ড মেসি দখলে নিলেন মাত্র ৯০ ম্যাচেই। এখন অপেক্ষা স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। তেলমো জারার ওই রেকর্ডটি ভাঙতে মেসির যে প্রয়োজন আর মাত্র একটি গোল।n২০০৪ সালে উদিনেসের বিপক্ষে ম্যাচে ইউরোপ-সেরার লড়াইয়ে অভিষেক হয়েছিল মেসির। বার্সার জার্সিতে তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ী মেসি ১০ বছরের মাথায় এখন নিজেই ঢুকে গেলেন ইতিহাসে।nn#MEHEDI_HASAN_SARIK
২০১০ সালঃ-n"মেসি বিশ্বেরnসেরা ফুটবলার।nআমি তাকে আর্সেনালে চাই।nমেসির মত একজনnদলে থাকলে যেকোনnশিরোপায় লক্ষ্যভেদnকরা সম্ভব।"n২০১১ সালঃ-n"মেসিকে দলে ভেড়ানো অসম্ভব।nবার্সেলোনারnপ্রতি তারnযে ভালোবাসা,nতা পৃথিবীর সবnটাকা এক করলেওnকেনা যাবেনা।"n২০১২ সালঃ-n"ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকnসৌভাগ্যবানnযে তাকে মেসিরnসঙ্গে তুলনা করা হয়।nকিন্তু আমারnকাছে মেসিকে সম্পূর্ণnঅতুলনীয় লাগে। তারnতুলনা সে নিজেই।nতারnখেলা দেখলে মনেই হয়nনা যে সে এই পৃথিবীরnকেউ।"n২০১৩ সালঃ-n"মেসিরnখেলা দেখলে মনে হয়nযেনnপ্লেস্টেশনে কেউnফুটবল খেলছে,nযেভাবে খুশি যেখানnথেকে খুশি সে গোলnকরতে পারে।"n২০১৪ সালঃ-n"মেসি ইতোমধ্যে নিজেকে সর্বকালেরnসেরা পর্যায়ে নিয়ে গিয়েছে।nএরপরnথেকে সে যা করবে তারnপুরোটাই এক্সট্রা।nম্যারাডোনা সেরা নাকি পেলে সেরা?nআমি তা জানিনা,nকিন্তুnআমি যা জানি তাহলো মেসি তাদেরnদুইজনের থেকেইnসেরা।"n-আর্সেন ওয়েঙ্গারn(কোচ, আর্সেনালnএফসি)nn#mehedi_hasan_sarik
দেখে নিন বার্সেলোনায় মেসিরn১০ বছরের ক্যারিয়ারেরn১০টি স্বর্ণখচিত মুহূর্ত।n১. ২০০৪ সালের ১৬ অক্টোবরnআনুষ্ঠানিকভাবে বার্সেলোনায়nঅভিষেক ঘটে তার। এসপানয়েলেরnসঙ্গে একটি খেলায় ডেকোর বিকল্পnহিসাবে মাঠে নামেন মেসি।n২. বার্সার হয়ে ২০০৫ সালেরnমে মাসের লা লিগায় আলবাসিটেরnবিরুদ্ধে প্রথম গোল করেন এই যাদুকর।n৩. ২০০৭ সালের মার্চে ন্যুnক্যাম্পে রিয়েল মাদ্রিদেরnবিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক করেন মেসি।n৪. ২০০৭ সালের এপ্রিলে গেটাফেরnবিরুদ্ধে ম্যাচটিতে ঝলক দেখান মেসি।nতার ওই গোলটিকে ১৯৮৬nসালে ইংল্যান্ডেরnবিরুদ্ধে ডিয়েগো ম্যারাডোনার মধ্যnমাঠ থেকে বল নিয়ে এসে দেওয়া গোলেরnসঙ্গে তুলনা করা হয়।n৫. ২০০৯ সালে ক্যারিয়ারের প্রথমnব্যালোন ডি'অর গ্রহণ করেন তিনি।nওই ক্যালেন্ডার বছরে বার্সাকে ছয়-nছয়টি ট্রফি এনে দেন মেসি।n৬. ২০১১ সালে তৃতীয় বারেরnমতো চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জয়nকরেন। ম্যানচেস্টার ইউনাইটেডেরnবিরুদ্ধে ওই ম্যাচে ৩-১ ফলাফলnআসে মেসির দুটো গোলের কল্যাণে।n৭. ২০১২ সালের মার্চে মেসি বার্সারnসর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় হন।nরদ্রিগুয়েজের ২৩২ গোলের রেকর্ডnপেরিয়ে যান তিনি।n৮. ২০১১-২০১২ এরnলা লিগা মৌসুমে ৫০টি গোলের রেকর্ডnস্পর্শ করেন লিওনেল মেসি।n৯. ২০১২ সালের ক্যালেন্ডারnবছরে মেসি ৯১টি গোলের রেকর্ডnতৈরি করেন। এর আগে এইnরেকর্ডটি ৮৫টি গোল নিয়ে জার্মানিরnজার্ড মুলারের দখলে ছিল।n১০. ২০১২ সালে আবারো ওয়ার্ল্ডnপ্লেয়ার অব দ্য ইয়ার মনোনীতnহয়ে বিশ্বের একমাত্র ফুটবলার তিনি,nযিনি কিনা চার-চারবার এইnখেতাবটি পেয়েছেন।